Your Cart
:
Qty:
Qty:
সারসংক্ষেপ ‘না বুঝে কুরআন পড়লে প্রতি অক্ষরে দশ নেকী’ কথাটা প্রায় সকল অনারব মুসলিম জানে ও বিশ্বাস করে। অধিকাংশ অনারব মুসলিম এর ওপর আমলও করে। প্রচলিত এ কথাটি কুরআনকে শুধু না বুঝে পড়ার অনুমতিই দেয় না, উৎসাহিতও করে। আর এ কথাটার প্রভাবে বর্তমানে সারা বিশ্বে কোটি কোটি মুসলিম না বুঝে কুরআন পড়ছে। ফলে কুরআন পড়ার পরও তারা কুরআনের জ্ঞান থেকে দূরে থাকছে। আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস কুরআন, সুন্নাহ (সনদ ও মতন সহীহ হাদীস) ও Common sense-এর আলোকে পর্যালোচনা করলে সহজেই জানা যায় যে, প্রচলিত এ ধারণাটি সঠিক নয়। মূলত ইচ্ছাকৃতভাবে অর্থ না বুঝে কুরআন পড়া কুরআন ও হাদীসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তবে শুধু আরবী ভাষা শেখার স্তর, হিফ্জ করার সময় ও সুরার শুরুতে থাকা এক বা একাধিক অক্ষর (হুরুফে মুকাত্তাআত) বিশিষ্ট আয়াত না বুঝে পড়লে নেকী হবে। এ বিষয়ের সঠিক শিক্ষাটি কুরআন, সুন্নাহ (হাদীস) ও Common sense-এর তথ্যের ভিত্তিতে পুস্তিকাটিতে উপস্থাপন করা হয়েছে। না বুঝে কুরআন পড়া তথা না বুঝে কুরআন পড়ার মহা অভিশাপ থেকে মুসলিম উম্মাহকে উদ্ধার করতে পুস্তিকাটি ব্যাপক ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।