Your Cart
:
Qty:
Qty:
আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ বর্তমান সময়ের প্রায় সকল মুসলিম ধারণা করেন যে- সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। কিন্তু আল্লাহ প্রদত্ত তিনটি উৎস কুরআন, সুন্নাহ ও Common sense অনুযায়ী কথাটি সঠিক নয়। আল্লাহ প্রদত্ত তিনটি উৎসের ভিত্তিতে স্পষ্টভাবে ও অতিসহজে জানা যায়- সবচেয়ে বড় গুনাহ হলো কুরআনের জ্ঞান না থাকা। কুরআন ও সুন্নায় স্পষ্টভাবে উল্লেখ থাকার পরও মুসলিমরা কিভাবে ইসলামের সবচেয়ে গুনুত্বপূর্ণ এ তথ্যটি হারিয়ে ফেললো তা সকল মুসলিমের গভীরভাবে ভেবে দেখা দরকার। ছোটখাট কোনো ষড়যন্ত্রের কারণে এটি হয়নি তা সহজে বোঝা যায়। তথ্যটি হারিয়ে ফেলার কারণে কোন কোন কাজ শিরক তা অধিকাংশ মুসলিম জানে না। ফলে অধিকাংশ মুসলিম ঐ কাজগুলো করে শিরকের গুনাহে নিমজ্জিত হচ্ছে। পুস্তিকাটিতে কুরআন, সুন্নাহ ও Common sense-এর দলিলের আলোকে সবচেয়ে বড় গুনাহ কোনটি তা বলিষ্ঠভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করা যায় পুস্তিকাটি মুসলিমদের কুরআনের জ্ঞান অর্জনের দিকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে, বিশ্ব দরবারে তাদের হারানো স্থান ফিরে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।