Your Cart
:
Qty:
Qty:
আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ জ্ঞানের উৎসের তালিকা ও নীতিমালায় ভুল থাকলে ভুল জ্ঞান অর্জিত হবে তথ্যটি বোঝা খুবই সহজ। কিন্তু জ্ঞানের মূল উৎস অবিকৃত থাকার পরও জ্ঞানের উৎসের তালিকা ও নীতিমালায় ভুল ঢোকে কীভাবে তা বোঝা অবশ্যই কঠিন। অন্যদিকে জ্ঞানের মূল উৎস অবিকৃত থাকার পরও মৌলিক জ্ঞানে ভুল ঢোকাতে গেলে জ্ঞানের উৎসের তালিকা ও নীতিমালায় ভুল ঢোকাতে হবে এটিও চিরসত্য কথা। মুসলিম জাতির জ্ঞানের মূল উৎস আল কুরআন অক্ষরে অক্ষরে অপরিবর্তিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কুরআন হাতে নিয়েই মুসলিম জাতি জীবনের সকল দিকে শ্রেষ্ঠ ছিল মাত্র ৫০০-৭০০ বছর পূর্বে। সে জাতি আজ জীবনের সকল দিকে চরমভাবে অধঃপতিত। এতে ধারণা করা যায় মুসলিম জাতির জ্ঞানের উৎসের তালিকা ও নীতিমালায় ভুল ঢুকেছে। কিন্তু এ কাজ কে করেছে, কীভাবে করেছে এবং জ্ঞানের উৎসের তালিকা ও নীতিমালায় ঢুকিয়ে দেওয়া ভুলগুলো কী তা জানতে না পারলে এ অবস্থা থেকে উত্তরণের পথ মুসলিম জাতি খুঁজে পাবে না। রসূল (স.)-এর হাদীস নিয়ে ইবলিস ও তার দোসররা যা করেছে তার অনেকখানি মুসলিম জাতি ধরতে পেরেছে এবং তার প্রতিকারমূলক অনেক কাজ করা হয়েছে। কিন্তু হাদীস নিয়ে মুসলিম জাতির কাজ এখনো শেষ হয়নি। কুরআন রিসার্চ ফাউন্ডেশন হাদীস নিয়ে কাজ করছে এবং জাতি কিছু দিনের মধ্যে তা দেখতে পাবে। ফিক্হ নিয়ে ইবলিস ও তার দোসররা যে মহাপ্রলয় ঘটিয়ে রেখেছে তা এখনো মুসলিম জাতির অগোচরে। পুস্তিকাটি পড়লে আশাকরি মুসলিম জাতি সে বিষয়গুলো তথ্যভিত্তিক জানতে পারবে। ফলস্বরূপ আশা করা যায়, অনেক মুসলিম এর প্রতিকারের জন্য দাঁড়িয়ে যাবে।