Your Cart
:
Qty:
Qty:
অমুসলিম পরিবারে মু’মিন ও জান্নাতী ব্যক্তি আছে কি না সারসংক্ষেপ মুসলিম বিশ্বে প্রচলিত ধারণা হলো- অমুসলিম পরিবারের সকল মানুষ কাফির ও জাহান্নামী। কিন্তু কুরআন, সুন্নাহ ও Common sense-এর তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে জানা যায়- অমুসলিম পরিবারে গোপন মু’মিন ও জান্নাতী ব্যক্তি আছে। যে সকল কাজ (আমল) প্রকাশ্যে করলে মুসলিম হয়েছে বলে ধরা পড়ে যেতে হবে এবং পরবর্তীতে কঠিন অত্যাচার-নির্যাতনের শিকার হতে হবে, সে কাজগুলো তারা গোপনে করে। কুরআন ও সুন্নায় এ বিষয়ক অনেক তথ্য বিভিন্নভাবে স্পষ্ট করে উল্লেখ আছে। কিন্তু মুসলিমরা সে তথ্যগুলো কেন প্রচার করে না তা অবাক করার মতো বিষয়। ঐ তথ্যগুলো অমুসলিমদের না জানানোর কারণে পরকালে তারা আল্লাহর কাছে যে ফরিয়াদ করবে বর্তমান বিশ্বের মুসলিমরা তার কী জবাব দেবে সেটি আমি ভেবে পাই না। বিষয়টি সম্পর্কে কুরআন, সুন্নাহ ও Common sense-এর তথ্যগুলো স্পষ্ট করে মানবসভ্যতার সামনে তুলে ধরার জন্য আমাদের বর্তমান প্রচেষ্টা। ইনশাআল্লাহ, বিষয়টি প্রচার হলে মানবসমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক বেড়ে যাবে। আর এর চূড়ান্ত ফলস্বরূপ মানবসমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।