আমরা কি কখনো বুখারী, মুসলিম, তিরমিজি এই সহী হাদিস গ্রন্থ গুলি পড়েছি? তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি এ দুটি জিনিস আঁকড়িয়ে ধরে রাখতে পারলেই দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য মুক্তি মিলবে। একটি হলো কুরআনুল মাজীদ এবং আরেকটি হলো সহি হাদিস।
একটি কুরআন উপহার দেয়ার কারণে অন্তত ৩০ জন মুসল্লি পড়তে পারবে আরবী, বাংলা উচ্চারণ, অনুবাদসহ ৩০ খন্ডে ৩০ পারা মহাগ্রন্থ আল কুরআন! কুরআনটির বৈশিষ্ট্যঃ প্রতিটি আয়াতের নিচে বাংলা উচ্চারন রয়েছে। এটি ৩০ খন্ডে ৩০ পারা আলাদা আলাদা করা। প্রায় আয়াতের শানে নুযুল, ব্যাখা, বিশ্লেষন ও তাফসীর রয়েছে। প্রায় প্রতিটি সূরা পাঠ করার ফজিলত ও আমল জানতে পারবেন। প্রায় সূরা সমূহ নাযিলের সময় কাল দেয়া আছে। প্রতিটি সূরা নামকরনের কারন রয়েছে। ১০"×৮" প্রায় A4 সাইজের কাগজ।